''বীর পুলিশ''


বলরে পুলিশ তোদের বংশে
কেউ কোনদিন ভুলে;
গেছলো নাকি ভদ্রে-কালে
পাঠশালা কি স্কুলে?


না না না না মোটেই তা না
পারেই না সে হতে;
যে গেছে সে পারবে কভু
ওদের কলার ছুঁতে!!


কলার ছুঁ'লি,চোখ রাঙালি
খুব ঠ্যাঙ্গালি সুখে !
মর্দানিতে বুট পাড়ালি
ওদের কচি বুকে!!


টিয়ারগ্যাস আর বুলেট ছুড়ে
বাচ্চা করিস ঝাঁঝরা;
থুঃ মুখে থুঃ কীট নরকের
হিজড়া তোরা হিজড়া।


ওদের বাপের টাকায়ই তোদের
বেতন-ভাতার জোগান;
পাস সে টাকায় মাস-কাবারি
চাল-আনাজের সুঘ্রাণ।


থাকলে না লাজ বুঝবি ওসব
বুঝতে লাগে হুশরে;
তদবিরেতে চাকরি বাগাস
ন'লাখ টাকার ঘুষরে।


কামলা বাপের ঘামের টেকায়
খুব পেয়েছিস চাকরি;
মান থাকে কও না দেখালে
বাচ্চাগোরে খাঁকরি?


আদব-লেহাজ শিখবি কোথা
চল যে সে নেই বংশে;
যা শিখেছিস তাই দেখাবি
জাত চেনাবি অংশে।


তোদের কি দোষ,যেই হারামি
বানায় তগো ঠোলা;
ঘেন্নাতেও দেইনা গালি
'অই হারামির পুলা'।


আজ যাগোরে সেলাম ঠুকিস
কাল পেটাবি তাগো;
হুকুমেরই গোলাম তোরা
না না মানুষ নাগো।


ঠোলা ছিলি,ঠোলাই র'বি
সদাই র'বি ভৃত্য;
আমজনতা ঘৃনায় তোদের
অভিশাপে নিত্য।


আজ যে বুকে মারিস পাড়া
সে-ই হবে কাল আইজি;
হাত-পা চেটে,কলজে কেটে
মানবি তারেই সাঁইজি।


পুলিশ তোরা,মানুষ না রে
নেইকো তোদের ধর্ম;
গন্ডারি চাম বর্ম তোদের
'সেবাই নাকি কর্ম'!!!