এই কোনাতে আড়ত দিবা


ছাইডে হান্দাও মকান;


মাঝে হালার মার্কেট হইবো


দোকান আবে শ'খান।
.


পুব বরাবর চামে দিবা


ক্যামিকেলের কারখানা;


কেবলা কোনে মরজিদ লগে


ভিড্যুর দোকান চাইরখানা।
.


দক্ষিনে ছব গোডাউন দিবা


ছিনেমা হল উত্তরে;


চিপায় চিপায় ওর মা'রে-বাপ


পেলান হালার কত্তরে!
.


ও মর জ্বালা হইছেনি কাম


টেনছানে তো অস্থির;


জায়গা হালার হইলোনা তো


টিনশেডের ঐ বস্তির!
.


বুকের আসমান দখল লইয়া


চাইবার লাগছো আরো!


ছ্যামরি তুমি ভূমিদছ্যূ


পারোও হালার পারো!!
.


বয়াইছো এক বুকের মাঝে


মহাজনী চেয়ার;


ধান্ধা করবার লাগছো সুখে


নাম দিছো তার ''প‌্যায়ার''!!


#কাটুসকুটুস_কাব্য