আলোকিত সভ্যতা জেগে আছে,
নিয়মের বেড়াজালে,
যেনো বন্দীদশার সংখ্যালঘু ভৌগোলিকভাবে
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অস্তিত্ব খুঁজে বেড়ায় ,
গ্লোবালাইজেশন এর ধারা বয়ে...
অচঞ্চল সভ্যতার অপরিণত তদভব রূপ দেয় রূপক পর্ব হিসেবে ছবি আঁকে চঞ্চল আলোকিত সভ্যতার হৃদয়ে।