অনন্ত ক্ষুধা জন্মেছে,
হৃদয় উঠানে।
যেনো নিংড়ানো ভালোবাসা কথা বলছে,
ভালো থাকার রহস্য রূপে।