অঞ্চলের নুড়িপাথরের বালুশয্যা-
যেনো ঝংকৃত আঞ্চলিক আলোকের বুকে,
হৃতজাম তুলে আনে;
ভালোবাসার বাসরশয্যার আলোয়ানে।