অন্ধকার লুকিয়ে আছে,
আলোর মাঝারে।
মৃত্যু লুকিয়ে আছে,
জীবনের অন্দরে।