বাতিঘর আলো নিয়ে দাঁড়িয়ে থাকে,
যেনো ভ্যাপসা গরমের মধ্যে হারিয়ে যাওয়া কাঞ্চনমালিকা,
সুরটানের বেহাগ রূপে ছান্দসিক হয়ে কথা বলে,
ও আনন্দধারা হয়ে বয়ে চলে।