আমি আরো হাজার বছর বেঁচে থাকবো...
তবু শ্যামের অপেক্ষায়..
বিরহিণী রাধা হয়ে জেগে থাকবো ;
যেনো হাজার বসন্ত এসে আমার,
হৃদয়ে মেঘপল্লবের ন্যায় সুধার হলাহল ঢেলে দিলো...
তবু আমি জেগে রইলো প্রিয়র প্রতিক্ষার প্রদীপ জ্বালিয়ে...
কারণ আমি যে বিরহিণী,
আর রাধা বিরহিণীরই নাম।