ঘুমিয়ে পড়লে...
সবাই যেনো শিশু...
যেনো সব অচেনা...
বাইরের সব ঘটনা ধোঁয়াশা...
শুধু হারিয়ে যাওয়া...
নিজের এক স্বপ্নের দুনিয়ায়...
যেই দুনিয়ায় সেই রাজা,
যে অপেক্ষা করে আছে তাঁর নীলপরির জন্য।
সেই নীলপরি যে হারিয়ে গেছিলো মেলাতে!
সেই নীলপরি যে হারিয়ে গেছিলো..
কলেজের বহু ছেলের মাঝে...
সেই নীলপরী যে হারিয়ে গেছিলো..
কাজের দুনিয়া...
সেই নীলপরি যে হারিয়ে গেছিলো কেরিয়ারের চিন্তায় কিংবা সংসারের জাঁতাকলে...
সেই নীলপরির জন্য অঅপেক্ষা করছি...
স্বপ্নের ফানুস দুনিয়ায়।