হৃদয়ের বসন্তবাহার এলো,
যেনো ঝংকৃত আলোর মশাল জ্বালিয়ে,
রাখা আলোর ইচ্ছেডানা হয়ে,
বসন্তবাহার ভরিয়ে দিলো।