ইচ্ছেবল্লম ছুড়তে ছুড়তে,
মন হয়ে যায় অফুরান।
ফাগুন আসছে,
তারই বরণের ডালা ধরে রাখতে পারিজাত আসে,
আননের রূপ ধারণ করে।