ইচ্ছেডানা পাখি,
গাইছে..
সুর-মেঘমল্লারে।
যেনো ঝংকৃত আলোর,
হৃদভাংগা ফাল্গুনীর নবপ্রভাতে।