ইচ্ছের বসন্ত,
আসে-যায়।
চঞ্চল নীলপরিরা ছুটে চলে -
চড়ুইপাখির বনভোজনে।
ফেলে রাখা ইচ্ছেডানা।
চিত্তচাঞ্চল্যের আলোছায়া।