ইতি আনন্দ নিয়ে যায়,
পিচ্ছিল সরীসৃপ হয়ে।
জীবনের নিভৃতে বালুচর হয়ে,
ভালো লাগার পরিবর্তন হয়ে।