ইত্যবসরে চলে যাওয়া-আসা লেগে ছিলো,
ছিন্নমূলের আকাঙ্ক্ষা রেখে,
যেনো ভালোবাসা রেখে গেলো -
তার শর্তাধীন ভালোবাসা।