যন্ত্রণার দেওয়াল উঠেছিলো -
বক্ষপ্রাচীরে।
যেনো ঝংকৃত কষ্টের বুকে,
ভালোবাসার আঘাত নেমে এলো রোলারের মতো।