জীবনের ছন্দমতি,
হেঁটে হেঁটে যায়।
কুল-কিনারা না পেয়ে,
শুধু খুঁজে যায়-
পুরোনো ঠিকানায়।
তবু ঠিকানা যখন ভুল হলো।
সবকিছু অর্থহীন হয়ে উল্টোপুরানের নামতা পড়ে।
আর অর্থহীন উচ্চারণে নির্ভীক মন জীবনের ছন্দমতিকে বিনাবাক্যে আওড়ে যায়।