আমার কবিতা হাসে, খেলে, গান গায়...
আর আমার নীরবতার সাথী হয়।
আমার কবিতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে...
আবার যন্ত্রণার মালা গাঁথে,
আমার কবিতা ঈশ্বরের আরাধনা করে...
আমার কবিতা প্রিয়র বিরহের কাজল পড়ে,
আমার কবিতা সত্যকে সত্য বলে,
আমার কবিতা সবাইকে ভালোবাসতে শেখায় ;
আমার কবিতা জীবনের মন্দিরে ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে রাখে।