কৃষ্ণ প্রেমে,
ডুবে আছি।
মনের অন্তর বাহিরে।
কৃষ্ণ আছে সকল স্থানে।
ভালোবাসার মাঝখানে।