মনের করিডরে,
একলা আমি।
আমাকে জড়িয়ে আছে,
ভালোবাসার শিকড়।
যারা আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকবে,
জয়ী না হওয়া অব্দি।