মনের করিডরে,
ইতিউতি চিন্তার চাবি।
আর বিরহের কল ছাড়া জল গড়িয়ে,
ভেসে যায়।
সব গড়িয়ে যায় বাসনপত্র!
চিন্তার রাজছত্র।