মনোরথ হেঁটে যায়,
অনন্তের পারাবারের মাঝে!
যেনো কিনার  খুঁজতে থাকে,
হৃদয়ের শেষ প্রাচীর কে।