মৃন্ময়ী মূর্তির পূজা হয় চারিদিকে,
আর চিন্ময়ীরা ধুলো পায়ে হেঁটে বেড়ায়,
অনাহারে দিন কাটে,
বস্ত্রহীন হয়ে তাকিয়ে দেখে,
সবার গায়ে নতুন বস্ত্র!
আর তারা নিরাভরণ!
এ অভিশাপ আমাদের,
যারা নিজেদের শিক্ষিত জ্ঞানী বলি।
সব চিন্ময়ীরা যেদিন সব অধিকার ফিরে পাবে,
সেদিন প্রকৃত অর্থ এ দূর্গা পূজা হবে।
মৃন্ময়ী মূর্তির মধ্যে চিন্ময়ী ফিরে আসবে নবরূপে।