নবনালন্দা হেঁটে যায়,
অন্ধবিশ্বাসের জীবনযুদ্ধে।
যেনো আলোকিত আলের ধারে,
দাঁড়িয়ে জানিয়ে গেলো-
নিভে যাওয়া দ্বীপের আলো।