নিপবীথি বীথিকা রূপে জেগে থাকে,
ভালো রাখার আলো হয়ে বেঁচে আছে।
রূপকথার গল্পে আবির্ভাব হয়,
রূপবীথিকা।