নীরবতার অলংকার পড়ে...
নীরব নদীর তীরে বসে আছি...
যেনো জীবনের বালুকাবেলায় ছন্দপতনের সব দোষের দায়ভার নিয়ে...
বুকফাটা যন্ত্রণা নিয়ে....
অভিযোগের তীরে বিদ্ধ হয়ে তীব্র দহনজ্বালায় জ্বলেছি...
তারপর হেরেগিয়ে আবারও জেতার ছন্দে ফেরার জন্য...
নীরব নদীর কাছে নীরবতা চেয়েছি।