পাখিটি, যন্ত্রণায় ক্লিষ্ট হলো,
বুকে তার বিঁধেছে বাণ!
সেই বাণ তার শুধু শরীর নয়...
মনকে ও আহত করেছে!
কারণ আজ তার প্রিয় চলে গেছে...
সমস্ত ভালোবাসার বন্ধন ত্যাগ করে...
হায়!  নিঠুর বধ্যভূমি!
এখানে হৃদয় পোড়ে, রক্তাক্ত হয়!
কিন্তু কেউ বোঝেনা!
পাখিটি শুধু কাঁদতে থাকে...
কাঁদতে কাঁদতে একদিন ঘুমিয়ে পড়ে!
সেই ঘুম আর ভাংগে না!
তবু সবাই অপেক্ষা করতে থাকে...
পাখিটির কান্না শুনবে বলে...
কারণ সেটাই তারা শুনছিলো অনাদিকাল ধরে!
আজ তা শেষ হলো...
তবু বাতাসে কান পাতলে শোনা যায়  পাখির গান।