প্রণাম কাজি নজরুল ইসলাম,
বিদ্রোহী কবি হিসাবে পূজিত,
বিপ্লবের জয়ডংকা বেজেছে...
আপনার কলমের ছোঁয়ায়,
ব্রিটিশ সরকার বুঝেছিলো মূল্য আপনার,
আপনার রচনাকে করে বাজেয়াপ্ত,
মস্তকের ধরেছিলো মূল্য।
দিকে দিকে অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে ঝরেছিলো,
তবু পারেনি করতে আপনাকে পরাজিত।
আপনি জয়ী।
আপনি কবি।
আপনাকে প্রণাম।