প্রণাম মহাদেব,
বদ্ধ করো ভালোবাসার কারাগারে।
হে রুদ্রদেব,
ভগবান মহাদেব।
ভালো রেখো সবারে,
উদ্ধার করো সবারে।
তোমার আশীর্বাদে।