প্রাঞ্জলতা বেঁচে থাকে,
নিজগুণের সহচরে।
যেনো অবারিত বারিধারা  ঝর্ণার শব্দ হয়ে সুররেণুর ভুলপয়ঃস্বীকার গ্রহণ করে অবলীলায়,
লীলায়িত ছন্দ রূপে।