শ্রমিকের প্রাণ,
হাজারো কাজ করে,
প্রতিমুহূর্তে কাজ করে কিন্তু পছন্দ করেনা অন্যায়।
অসন্তোষের বিন্দু বিন্দু ঘাম জমে উচ্চারিত হয় বিপ্লবের মন্ত্র।
রাস্তায় হাঁটতে থাকে বিপ্লবের মিছিল।
জন্ম নেয় বিপ্লব।
মেহনতি মানুষের দাবি আদায়ের বিপ্লব।
বিপ্লবী চিন্তার উদ্ভোধনে বিপ্লব।