ওগো বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম তোমাকে প্রণাম।
হে মানবতার কবি তোমাকে প্রণাম।
তোমার বাবরি দোলানো চুলে প্রেমের পাপিয়া খেলা করে।
আবার তোমার প্রতিবাদী কলমে বিদ্রোহ রণহুংকার করে।
শিশুদের লিচুচোর,খুকু ও কাঠবেড়ালি।
আবার কান্ডারী হুশিয়ার এর হুংকার।
বিদ্রোহী -র রণউন্মোদনা যেনো জাগিয়ে তোলে হৃদয়ের ঝংকারে।
তোমার লেখা সংগীতে প্রাণ মাতোয়ারা হয়ে ওঠে।
যুগে যুগে তুমি বন্দিত হবে নন্দিত হবে পৃথিবীর প্রতি হৃদয়ের অন্দরে।
শ্রদ্ধার সিংহাসনে দেবতা রূপে।