স্বপ্নিল রং ছড়িয়ে দিলো,
সৃষ্টিসুধার ক্ষুধা।
যেনো শ্রান্তি শেষে -
মেটাবে ভালোবাসার সুধা।