নিস্তব্ধ রাত্রে তারার সাথে বাক্যালাপে ব্যস্ত আমি!
আমার নীরব ভাষা তারা বোঝে,
আর কাঁদে!
তাদের কান্না আমার হৃদয়ের শয্যা ভেজায়!
যন্ত্রণার আকীঞ্চনে যেনো মুষড়ে যাওয়া ফুল আমি!
হায়! আমার কথা কেউ যদি বুঝতো!
এই আপশোষের বসনে সজ্জিত হয়ে আছি আমি!
ঠিক সেই সময় একটি তারা খসে পড়ল...
আমার চোখের জল মুছিয়ে দিয়ে চলে গেলো।
প্রশান্তিতে আমার অন্তরাত্মা আনন্দীত হলো।
এভাবেই আমি নিত্য তারাদের সাথে বাক্যালাপে ব্যস্ত হয়ে পড়ি!  
এবং নিজেকে খুঁজে পাই নীরবতার ভালোবাসায়।