[ ২২শে শ্রাবণ ]


আজকে যেন মেঘলা আকাশ
ঝিম ধরা সক্কাল,
কালো মেঘের আনাগোনায়
বিষাদের অশ্রুজল।


মেঘের বুকও আজকে ভারী
চোখদুটি ছলছল,
অঝোর ধারায় ঝরবে বুঝি
করছে যে টলমল।


বছর ঘোরে বিষাদ ফেরে
বুকের জ্বালা সই,
হৃদয় ফেরে তোমায় খুঁজে
তোমার দেখা কই।


প্রাণের কবি মনের কবি
সুরের কবি ওই,
দিনটি আসে ফিরে ফিরে
রবি ফেরে কই।


চেতন মাঝে বিরাজ করো
হৃদয় জুড়ে থাকো,
মনের কোণের অশ্রুকণা
দুঃখ দিয়ে ঢাকো।


মেঘের চোখে জলকে দেখি
আসবে বুঝি প্লাবন,
এক পৃথিবী হারিয়ে গেল
আজ বাইশে শ্রাবণ।


কবিগুরুর প্রতি আমার শ্রদ্ধার্ঘ....


[দুবাই, ৭ই অগাস্ট ২০১৬]
©চিন্ময়