[আগুন ঝরা পলাশ]


পলাশ রঙে ভুবন মাতে প্রকাশে তার মেলা
আকাশ মাতে রঙের মেলায় মনে রঙের খেলা।
বাতাস সেথায় মুখরিত সুমধুর সুরে বয়
পাপড়ি পলাশ দোলায় মাতে রঙ ছড়িয়ে বায়।
গ্রাম ছাড়িয়ে পথের পাশে মাঠের সীমানায়
ঝরায় আগুন মেঠো পথে বাড়ির আঙিনায়।
শ্রান্ত দেহে দাওয়ায় বসে দেখি পলাশ শোভা
ভুবন জুড়ে ছড়িয়েছে তার মনমাতানো আভা।
ফুরফুরে ওই বাতাস হাসে স্নেহের পরশ দেয়
ঝিরি ঝিরি পরশ বুলায় আমার সারা গায়।
স্তব্ধ দুপুর হাতছানি দেয় উদাস মনের কোণে
অবগাহনে আগুনকে পাই পলাশ বনে বনে।
উদাস বাউল একতারাতে বাজায় মেঠো সুর
পলাশ ছড়ায় রঙের মায়া কাছের থেকে দূর।
একটি দুটি গরুর গাড়ি গ্রামের পথে যায়
পলাশ সেথায় রঙ ছড়িয়ে উষ্ণ পরশ দেয়।
গোধূলি ছায় পলাশ রঙে ছড়ায় বাহার তার
আকাশ জোড়া ক্যানভাসটা রক্তিমে একাকার।
একলা পলাশ মধুর হাসে আকাশ বনানী ঘিরে
সাঁঝের বেলায় বসন্তবায় স্নিগ্ধ কোমল সুরে।
একলা আমি নির্জনেতে মাতি পলাশ শোভায়
বন্দী পলাশ চোখের তারায় মনের মণিকোঠায়।


[কুয়েত, ১০ই জানুয়ারি ২০২০]
©চিন্ময়