[ আমি কে! ]


আমি কে!
কেমন আছি আমি!


মনের গভীরে সুপ্ত যে মনটা আছে
নিয়ন্ত্রণ করছে যে আমায় প্রতিদিন—
সবার অলক্ষ্যে এক অদৃশ্য সুতোয়
সুখে দুখে টলমল যে প্রতিনিয়ত
জানতে চেয়েছি কাছে তার
বহুবার।


উত্তর খুঁজে গেছি চলার পথে,
উন্মাদ যেন-ঘুরে চলেছি আজও
প্রকৃত উত্তরের আশায়—
যে শুধু রয়েই গেছে অধরা আজও
কালের গতিতে যে মেনেছে হার
কতবার।


আয়নার সামনে দাঁড়িয়ে বহুবার
নিজেকে চেয়েছি খুঁজে পেতে,
প্রশ্ন করেছি শত বিবেকের কাছে
পেতেছি শূন্য হাত অসীম প্রত্যাশায়—
আজও সে হাত শূন্য আমার
প্রতীক্ষার।


উন্মুক্ত আকাশের নীলে বারেবার
নিজেকে খুঁজেছি আমি কত,
নদীর গভীরে গিয়ে খুঁজেছি আমায়
অবগাহনেতে যদি পাই আমির সন্ধান—
হতাশায় ভরেছে শুধু শূন্য হৃদয়
বারবার।


এ এক অসম যুদ্ধ বিবেক আর মনে
ব্যর্থ প্রয়াস করে গেছি দিনরাত,
এ যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও
খুঁজেছি আমার আমি মনের গভীরে
আমার দিন রাতে স্বপ্নের মাঝে—
অনবরত।


চেতনায় ঝাঁকি দিয়ে দেখেছি অনেক
কোথাও আছে কি কোনো যোগসূত্র তার—
যে পথে সহসা মেলে পরম পাওয়া
যে খানে গুপ্ত আছে উত্তরমালা—
যে প্রশ্ন কুরে-কুরে খায় অবিরাম
দিনরাত।


আজও চলে খোঁজ আমার
না চিনে আমাকে,
কেমন আছি আমি!
আমি কে!


[দুবাই, ২৬শে আগস্ট ২০১৯]
©চিন্ময়