[অবনমন]


নামতে নামতে থামার কথা দেখছি গেছো ভুলে
আর কতটা নামবে নীচে কোন সে অতল তলে!
কথার জেরে ক্ষতের পাহাড় বাড়ছে দেখ ওই
নিজেই নিজে হচ্ছো ছোট নিজের কথাতেই।
কাঁটায় বিঁধে রক্ত ঝরায় বাড়ায় বুকে ক্ষত
এখনও কি অবুঝ হয়েই চলবে নিজ মত!
কথার পাঁকে হারাও নিজেই থাকেনা তার খেই
কেনো মিছেই কালি ছিটাও নিজের উপরেই!
বলছো যেসব তিক্ত ভাষা তোমায় মানায় না
দূরত্বটাই বাড়ায় কেবল মনকে মানায় না।
কথার বাঁধন ঠিক থাকলেই সবকিছুতে ভালো
বাঁধন ছাড়া হলেই বেরোয় নিজ মনের কালো।
তিক্ত খেলায় মাতছো মাতো করছো বড় ভুল
নিজের দিকে তাকিয়ে দেখো হারাচ্ছে এক কুল।
ভালোবাসা শান্তি খোঁজে বিবাদকে চায় না
অশান্তি বীজ ঢুকলে প্রাণে মন আর টানেনা।
ঢালছো বিষাদ আশ মিটিয়ে না ভেবে তার ফল
বুঝছো না আজ ভাবের ঘরে কিবা তার কুফল।
যাচ্ছো নেমে ক্রমাগতই দিশা হদিস নেই
অপমানের বাড়ছে বহর তোমার কথাতেই।
নামার খেলায় মগ্ন তুমি সামলে রাখা দায়
আর কতটা নামলে বলো অবনমন কয়!


[দুবাই, ২৬শে ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়