[অলীক মায়া]


বন্ধ ঘরেতে বসে আছি আমি
                     মনের দুয়ার খুলে,
নিত্য তোমার আনাগোনা দেখি
                     মানস নদীর কূলে।
বন্ধন হারা শব্দের মালা
                     এদিকে ওদিকে ধায়,
নীল-যমুনার ভাবতরঙ্গে
                     হারিয়ে যেতে যে চায়।
যতনে লালিত সুখের পরশ
                     হৃদয়কে ছুঁয়ে যায়,
অচিনপুরের সুদূরেতে মোর
                     মন যেন ধেয়ে যায়।
বসন্ত বায় লাগে এ প্রাণেতে
                     ছড়ায় খুশির ঢেউ,
আনমনে একা পাপিয়া যে গায়
                     পিয়াল শাখেতে পিউ।
আজ বারেবার চেতনার মাঝে
                     পাইগো পরশ প্রিয়া,
পুলকে আবেশে মেতে ওঠে প্রাণ
                     ভরে ওঠে মোর হিয়া।
এতো ভালোবাসা ছিল প্রাণে মোর
                     বুঝিনিতো কভু আগে,
বুঝিনিতো সে যে অন্তরে আজও
                     তোমারই তরে জাগে।
হিয়ার মাঝারে আসে ঘুরে ফিরে
                     তোমারি অলীক কায়া,
দুহাত বাড়ায়ে ধরিতে না পারি
                     বুঝিতা কেবলই মায়া।


[দুবাই, ২৭শে সেপ্টেম্বর ২০১৯]
©চিন্ময়