[অন্বেষণ]


ভালো আছি, নাকি নেই,
মনের গভীরে ডুব দিয়ে উত্তর খুঁজি,
অবচেতনে নিশিদিন খুঁজে ফিরি আমি—
সত্যিই কি ভালো আছি আজ!


মিশ্র অনুভূতির ছোঁয়া
ছড়িয়ে পড়ে হৃদয়ের গভীর থেকে
আরও গভীরে, উৎসস্থলের অন্দরমহলে—
মায়ার অনুরনন চলে প্রতিনিয়ত।


স্নিগ্ধ কোমল সুরের আবেশ
মনকে যখন দোলা দিয়ে যায়,
ভালো মন্দের রসায়ন ছড়ায় সত্তা জুড়ে—
তখন টের পাই তারে, গভীর মজ্জায়।


নিজের অস্ত্বিত্বের জানান দেয়—
ধিকি-ধিকি চলতে থাকা হৃৎস্পন্দন,
বেঁচে থাকার প্রতিফলন পাই, প্রতি পরতে,
জীবনের প্রতিটা স্নায়ু-তন্ত্রীতে।


সমগ্র জীবনের ব্যাপ্তি বেয়ে,
আর সময়ের বিপুল সীমানা জুড়ে
প্রতিনিয়ত চলেছে যেন শুধুই বাঁচার লড়াই—
ছায়াযুদ্ধ চলেছে সমস্ত জীবন জুড়ে।


[বেঙ্গালুরু, ১৫ই মার্চ ২০২০]
© চিন্ময়