[ অন্তহীন ভালবাসা ]


তোমার চলার পথে
স্মৃতির পদচারণা,
অতীত এর স্মৃতি
উঁকি দেয় আজ বাস্তবের আঙিনায়।
মনের গহনে লুকোচুরি খেলে
অন্তরের সুপ্ত বাসনা,
বুকের মাঝে কান পেতে শুনি
যেন বসন্তের আগমনী।
অশান্ত বুকে কখনো সে
ধেয়ে আসে ঝড় হয়ে,
কখনোবা মনের অজান্তে ঘটে
কামনার বহিঃপ্রকাশ।


তোমার ওই নীল চোখের তারায়
বুনে দিই আমার স্বপ্নের বীজ,
কখনোবা ডুব দিই আরও গভীরে
অন্তহীন ভালবাসার টানে।
ডুব সাঁতারে তুলে আনি
হৃদয় মাঝে সঞ্চিত রাখা
রাশি রাশি মানিক-রতন
আর পাই অন্তহীন ভালবাসা।
যে ভালবাসার টানে
প্রবহমান নদী হারিয়েছে তার পথ,
চলার গতি হয়েছে শ্লথ
আর জন্ম দিয়েছে নতুন এক শাখা নদীর।
যে শাখা নদীর পথ চলা শুরু আজ
গভীর ভালবাসা বুকে নিয়ে,
পথের নানা বাধা পেরিয়ে
অজানার উদ্দেশে।


[সিঙ্গাপুর, ২০১৫]
©চিন্ময়