[অন্তর ভাঙা কাব্য]


আবার হেরেছি চলার পথে জীবনকে বাজি ধরে
উছল মনের অতলে সানাই বাজে সকরুণ সুরে।
ছন্দবিহীন প্রাণ ভেসে গেছে কালো রাত্রির টানে
আকুল পরাণ উদ্বেল হিয়া বেলা-অবেলার গানে।
তিমির শুষেছে পরাণের রঙ মলিন ধূসর কায়া
জীবন প্রান্তে দাঁড়িয়ে আজকে বুঝেছি এসব মায়া।
এ যেন এক পরাজিত সেনা চোখে নাই যার ঘুম
একাকী বন্দী বিচার আশায় বসে আছে নিঝঝুম।
গভীর রাতে চোখের কোনায় ঝর ঝর বারিধারা
তার স্মৃতি ঘিরে করুণ বিষাদে উদ্বেল প্রেমধারা।
মনের গভীরে চেতনার মাঝে নেই পরাজয় গ্লানি
জীবন কেবল খুঁজেছি গভীরে প্রেমকে সত্য মানি।
হৃদয় মাঝে বিষাদ মেখেছি সয়েছি শতেক জ্বালা
রাতচরাদের একটানা স্বরে মন কেমনের পালা।


অন্তর ভাঙা কাব্য গাথায় প্রাণ ফুটে ওঠে ধীরে
পুবের আকাশে নতুন সূর্য উঁকি দেয় হৃদি তীরে।


[দুবাই, ১৩ই ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়