[ অপরাহ্নে ]


দিঘির পাড়ে পাকুড় গাছের
নুইয়ে পড়া ডালে
একাকী বক লুকিয়ে থাকে
শিকার ধরার তালে।


ছড়িয়ে পড়ে আকাশ শোভা
শান্ত অতল জলে
বাড়ায় শোভা পাকুড় শাখার
কমলা রঙের ফলে।


অপর পাড়ে হিজল বটের
চিকন সে মগডালে
মাছরাঙা এক লোলুপ চোখে
তাকিয়ে দিঘির জলে।


ছায়ায় ঘেরা কালো দিঘির
শান্ত জলের তলে
মাছের ছানা মুখ বাড়িয়েই
লুকায় গভীর জলে।


সজাগ থাকে মাছরাঙাটা
গুছিয়ে গাছের ডালে
মাছের ছানা খেলার ছলে
আবার ভাসে জলে।


মাছরাঙাটা এক লহমায়
ঝাঁপিয়ে পড়ে জলে
বিফল হয়ে উঠে আবার
ফেরে পাকুড় ডালে।


এক লহমায় ঢেউ খেলে যায়
নিস্তরঙ্গ জলে
আকাশ ছবি ভেঙে খান খান
দিঘির কালো জলে।


সহসা বাতাস দোল দিয়ে যায়
গাছের শাখে শাখে
মুখরিত হয় আকাশ বাতাস
আজিকার বৈশাখে।


সাদা বকের ধ্যান ভেঙে যায়
অনিচ্ছা চোখ মেলে
ডাল ছেড়ে সে ডানা ভাসায়
নীল আকাশের কোলে।


চোখে আমার কালো দিঘির
শান্ত অতল জল
মনের মধ্যে হিজল বট আর
পাকুড় তরু তল।


অপরাহ্নে নিভৃতে একেলা
শ্রান্ত তরু তলে
প্রকৃতির মাঝে নিজেরে হারাই
অবাক যাদুবলে।।


[দুবাই, ২৮শে জুলাই ২০১৯]
©চিন্ময়