[অপরূপা]


ছায়া ঘনায়েছে হৃদয় কাননে
মনেতে মেঘের মেলা
আলো আঁধারির বিপুলা ভুবনে
হেরি অপরূপ খেলা।
চিকুর চমকে মেঘলা আকাশে
ডাক দিয়ে যায় দেয়া
চকিত চমকি বিভাসেতে ভাসে
ভয়চঞ্চল হিয়া।
কাকলি কূজনে বনরাজি মাতে
ভেঙে যায় নীরবতা
তরাসে হরিণী দ্রুত ছুটে যায়
ধরা দেয় বিহ্বলতা।
সমীর উচ্ছ্বাসে হেথাহোথা ধায়
ঘন দেয়া যায় ঢাকি
চরাচর ঢাকে ধবল চাদরে
দৃষ্টিকে দেয় ফাঁকি।
বিবশতা ছায় ভুবন মাঝারে
মনে নামে কালোছায়া
আপন মনেতে খুঁজে ফিরি তারে
চঞ্চলমতি হিয়া।
ঘন দেয়া মাঝে পাই যেন তারে
অনুরাগ ওঠে ভ'রে
বিজন কাননে আবেশ জড়ায়
ছায় ঘেরা প্রান্তরে।


[দুবাই, ২৪শে ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়