[ ভালোবাসা ]


ভালোবাসা কাকে বলে?
মনের মধ্যে
তিল তিল করে জ্বলে পুড়ে
রাখ হবার নাম-ই কি তবে
ভালোবাসা!


নিজেই নিজেকে প্রশ্ন করি
আর প্রতিনিয়ত
পুড়তে থাকি
এই মায়া ভরা পৃথিবীতে
নিদারুণ ভালোবাসার
গনগনে আঁচে।


প্রতিনিয়ত অহংকার
আর অবমাননা
ক্ষয়ী ভূত করে
আত্মার সাথে আত্মার টান
শিথিল করে প্রেমের বাঁধন।
দৈনন্দিন কুৎসার আড়ালে
ক্রমশ ছড়িয়ে পড়ে তা
বিষাক্ত গ্যাসের মত
মনের অন্দরে।


সরল স্বাভাবিকতা মুখ ঢাকে
কালো অবগুন্ঠনে—
প্রাত্যহিকতার আড়ালে
দমবন্ধ হয়ে হারায়
চূড়ান্ত ভালোবাসা।
মধ্যবিত্ত জীবনের চাওয়া
বাক্সবন্দী হয়ে তখন
মুখ লুকায়
লজ্জার আড়ালে।


অথচ, মানুষ বোঝেনা
ভালোবাসা চলে তার
আপন খেয়ালে—
পথিক যেন সে এক।
যতক্ষণ সাথে থাকে
ভালোবাসা তার—
সসাগরা পৃথিবীর সম্রাট সে,
সন্দেহ অবিশ্বাস আর
সংকীর্ণ মানসিকতার
যখনই প্রবেশ ঘটে
হামাগুড়ি দিয়ে—
পথের ভিখারি হয় সে।
এক লহমায় নিয়ে যায়
তিলে তিলে জমা হওয়া
সঞ্চিত ভালোবাসা সব।


ভালোবাসা রেখো তাই
অতি সন্তর্পণে,
আপন বক্ষ মাঝে
মনের নিভৃত কোনে
চিরজীবনের মত বন্দী করে।
অন্তরে জাজ্বল্য থাকে
সে অরূপরতন।


[দুবাই, ২রা আগস্ট ২০১৯]
©চিন্ময়