[ভাষা শহীদ]


জনম আমার শ্যাম বঙ্গেতে বাংলা মায়ের কোলে,
আমার আমিকে পেয়েছি যে খুঁজে বাংলাতে প্রতিপলে।
বাংলা ভাষায় কথা কই আমি বাংলা হৃদয় জুড়ে,
বাঙালী হয়েই থাকতে যে চাই সকল কাজের ভিড়ে।
বাংলাতে হাসা বাংলাতে কাঁদা বাংলাতে উচ্ছ্বাস,
আজিকের দিনে বাঙালীর মনে কেবলই দীর্ঘশ্বাস।
হয়েছি স্বাধীন ভাষা ফিরে পেয়ে বাংলা জড়ায়ে বুকে,
বাঙালির ভাষা হয়েছে অমর এ দেশের দিকে দিকে।
সেদিন একসাথে লড়েছিলো যারা বাংলাকে ভালোবেসে,
সোনার আখরে লিখে গেছে নাম অক্ষত ইতিহাসে।
কতশত মাতা হারায়েছে বাছা বাংলার ঘরে ঘরে,
কতশত যুবা ত্যাজিয়াছে প্রাণ ভাষা অধিকার তরে।
শত শহীদের রক্তে ভিজেছে বাংলার এই মাটি,
ভুলি তা কেমনে আজিকের দিনে এইতো সত্য খাঁটি।
ভুলিওনা ওগো মোর দেশবাসী তাদের এ জীবনদান,
আজকের এই ভাষার গর্ব তাদেরই তো মহাদান।
সেদিনটা ছিল রাজপথ জুড়ে শ্লোগান মিছিল কত,
বারুদ গন্ধে ভরাট বাতাস দেহে বুলেটের ক্ষত।
বুলেট বোমার বৃষ্টিতে ভেজা ভাষা শহীদের দেহ,
পথের দুপাশে ছেঁড়া পোস্টার নিথর নড়েনা কেহ।
আমার ভাইয়ের প্রাণ বিনিময়ে ভাষাকে পেলাম ফিরি,
আন্দোলনের জয়লাভ হল একুশে ফেব্রুয়ারী।


[দুবাই, ২১শে ফেব্রুয়ারী ২০১৭]
©চিন্ময়
বিঃদ্রঃ - পুরানো ডায়েরির পাতা থেকে।