[ ভোরের পাখি ]


শিউলি ফুলের সুবাস মেখে
ভোরের পাখি হয়ে
গুনগুনিয়ে গান গেয়ে যায়
ছোট্ট সে-এক মেয়ে।
বনের কোকিল গান থামিয়ে
একমনে তায় শোনে
মিষ্টি সুরের মায়া ছড়ায়
বনের থেকে বনে।
শিশির কণা ঘাসের আগায়
মন্দ্র মধুর বায়
লজ্জা ঘন আড় চোখেতে
ঘাড় দুলিয়ে চায়।
ঘাসের থেকে মুখ বাড়িয়ে
বনফুলের দলে
খুশির ছোঁয়ায় লুটিয়ে পড়ে
গানের তালে তালে।
আকাশ পারে খুশির জোয়ার
বাদ যায়না কেহ
নীলের বুকে পেঁজা তুলোর
বিপুল সমারোহ।
প্রজাপতি পাখায় পাখায়
রংছড়িয়ে যায়
গানের তালে খুশির টানে
বসে বালার গায়।
বনের যত পাখি ছিল
কিচির মিচির সুরে
খুশি বিলায় বালার সাথে
নিজের মত করে।
ছোট্ট মেয়ে সবার সাথে
খেলায় ওঠে মেতে
সময় বাঁধা পড়ে সেথায়
পেরিয়ে যেতে যেতে।
আকাশ বাতাস মুখরিত
খুশিতে ভরপুর
বনের পথে ভাটিয়ালির
একলা চলা সুর।
শরৎ প্রাতের স্নিগ্ধ আভায়
সুর লহরী প্রাণে
আকাশ বাতাস মাতাল করে
গুঞ্জে ওঠে মনে।
আনমনা তান মিষ্টি বালার
কন্ঠ ভরা সুরে
মাতাল আমি একলা পথিক
হৃদয় অন্তঃপুরে।


[দুবাই, ২৬শে জুলাই ২০১৯]
©চিন্ময়