[ ভুল ]


আমাদের মাস্টার যদুনাথ শিকদার,
অংক কষেন তিনি মাথা নেড়ে বারবার।
যতই জটিল হোক অংকটা জলভাত,
নিমেষেই সমাধান করে দেন হাতেহাত।
একবার কি যে হল ঘটে গেল অঘটন,
অংক মেলেনি তার কি বিষম জ্বালাতন!
সহজে ছাড়ার তিনি পাত্রতো মোটে নন,
মাথা নেড়ে চুল ছিঁড়ে অংকটা কষে যান।
ভুলে যায় খানা-পিনা চলে যায় ঘুম তার,
তবু তার দেখা চাই এসপার-উসপার।
নিয়মের যতকিছু ছিল তার মগজে,
প্রয়োগে পিছপা নন কষে যান কাগজে।
সবকিছু প্রয়গেও মেলে নাকো উত্তর,
শীতেও বেরোয় ঘাম বিপি বাড়ে সত্বর।
কোথায় রয়েছে ঢুকে প্রয়োগের গরমিল,
খুঁজে যান দিনরাত পান নাকো গোঁজামিল।
অথচ কঠিন নয় অংকটা বেশ সোজা,
তবে কেন মেলেনা তা এইটাই তার খোঁজা।
অবশেষে খুঁজে পান বইয়ের পিছনে
সংশোধনী সে এক ছাপা আছে সেখানে।
অংক তে রয়ে গেছে ছাপায় মস্ত ভুল
দুঃখিত প্রকাশক যদুনাথ ছেঁড়ে চুল।


[দুবাই, ৬ই সেপ্টেম্বর ২০১৯]
©চিন্ময়