[ বিষণ্ণতার জলছবি ]


বিবর্ণ ধূসর মনের ক্যানভাসে
বিষণ্ণতা খোঁজে তার স্থায়ী ঠিকানা,
রঙিন ঝলমলে আলোর রোশনাই
মুখ লুকায় বিষণ্ণতার চাদরে।
আপাত ভোঁতা কথার তীর
বাড়িয়ে দেয় শুকিয়ে যাওয়া ক্ষতকে,
বুকের মাঝে দলাপাকানো অভিমান
ফুলে ফুলে ওঠে অতল থেকে।
বিষণ্ণতার জলছবি ফুটে ওঠে
সামনে রাখা নতুন ক্যানভাসে।


[চামরাইল, হওড়া, ১০ই আগস্ট ২০১৯]
©চিন্ময়