[ বোকা চোরের বুদ্ধি ]


দুই বোকা চোর যুক্তি করে সেদিন ভরা রাতে,
চুরি করতে হাত মেলালো একে অপরের সাথে।
সোনা-দানা মানিক-রতন পয়সা-কড়ি টাকা,
হাতের কাছে যা যা পেল করলো সবই ফাঁকা।
চুরির জিনিস নিয়ে তারা এলো বনের মাঝে,
নিশ্চিন্তে করবে দুভাগ দুইজনেরই মাঝে।
ভাগাভাগি নিয়ে সেথায় বাঁধলো ভীষণ গোল,
মানতে কেহ চায়না কিছুই বাড়েই কলরোল।
এ যেটা চায় অপরে তা চায় ভাগ হয়না কিছু,
গোলমাল তায় বেড়েই চলে হয়না কেহই পিছু।
এমনি করে রাত বেড়ে যায় হয়না ভাগাভাগি,
চোর দুজনায় ভাবতে বসে উপায় ভাগের লাগি।
অন্যদিকে দস্যি রামুর কি যে হয়েছিল মনে
ভোরের রাতে একা একাই ঘুরছিলো সেই বনে।
দস্যি রামুর নজর থামে ছায়াঘেরা সেই বনে,
ফিসফিসানি আওয়াজ শুনে আগায় সেইখানে।
পায়ে চলার আওয়াজ পেয়ে চোর চমকে দেখে,
একটি ছেলে দাঁড়িয়ে কাছেই বিস্ফারিত চোখে।
বলল হেঁকে এই কে রে তুই কোত্থেকে তুই এলি,
এত রাতে কি চাস হেথায় মতলবটা কি বলি?
দস্যি রামু বলল আমি এই বনেতেই থাকি,
চিনলে নাতো আমায় কাকু ভয় পেয়ে গেলে নাকি?
চোর দুজনায় বলল তাকে হাসালি বটে তুই,
ভয় পাব এই পুঁচকে ছোঁড়ায় তেমন ভীরু নই।
এখন বলি কাজের কথা শোন রে খোকন ওরে,
ছোট্ট একটা কাজ করে দে ইনাম দেব তোরে।
কর দেখি তুই জিনিসগুলির সমান সমান ভাগ,
খুলে যাবে বরাতটা তোর করবনা আর রাগ।
যদি না পারিস এই এখনি শোন রে খোকা ওরে,
বদনখানা বিগড়ে দেব একটি কষা চড়ে।
রামু বলে নয়কো সহজ বদনটা বিগড়ানো,
দেখাও আগে জোরটা গায়ের থামাও কপচানো।
চোর দুজনে বলল তখন দেখবি শক্তি কত,
চোখের সামনে প্রমাণ দেব এক্ষুনি চাস যত।
দস্যি রামু বলল তখন ধমক দেওয়া সুরে,
সরাও দেখি শাল গাছটা মাইল খানেক দুরে।
ঠেলতে হবে ঠিক এক মাইল কম যেন না পড়ে,
চালাকি যদি করো তবে যাবেই ধরা পড়ে।
বিকট হেসে চোর দুটিতে বলল তবে দেখ,
এক ঠেলাতেই পাঠাবো দুরে চোখ মেলে তুই দেখ।
সময় নষ্ট করিসনে আর চটপট কর ভাগ,
ফিরে এসেই দেখি যেন সবার সমান ভাগ।
এইনা বলে চোর দুজনায় লাগালো ঠেলা জোর,
ঠেলতে ঠেলতে হয়েই এলো আবছা তখন ভোর।
এর মাঝেতেই দস্যি রামু আপন মনে ধীরে,
চোরাই জিনিস নিয়ে সবই পালিয়ে গেল দূরে।
একজন চোর বলল হঠাৎ থাম এবারে তুই,
অনেক দুরে এসেছি দেখ তাকিয়ে পিছে তুই।
যায়না দেখা ছেলেটিরে এবার ফিরে চল,
নাইবা হলো মাইল খানেক কে মাপছে তুই বল।
কায়দা করে দেখিয়ে দেব দুরের ওই গাছটাকে,
অন্ধকারে চিনবে কি আর ঠেলেছি কোনটাকে।
অপর চোরে বলে তখন বুদ্ধি ধরিস তুই,
সেলাম তোর এই বুদ্ধিকে ভাই সত্যি চালাক তুই।।


[গাজুয়াকা, অন্ধ্রপ্রদেশ ১৮ই নভেম্বর ১৯৮৮]
©চিন্ময়